কাসেম পরিবারকে কারা কর্তৃপক্ষের ডাক

কাসেম পরিবারকে কারা কর্তৃপক্ষের ডাক

শেয়ার করুন

mir-kasem_6664 মীর কাশেম

নিজস্ব প্রতিবেদক:

যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসি যেকোনসময় কার্যকর করা হবে বলে জানিয়েছে কারা কতৃপক্ষ। বিকাল সাড়ে ৩ টায় মীর কাসেম পরিবারের সদস্যদের ডেকেছে কারা কতৃপক্ষ।

জামায়াতের অর্থের যোগানদাতা হিসেবে পরিচিত কাসেম শুক্রবার প্রাণভিক্ষা না চাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেওয়ায় তার ফাঁসি কার্যকর করতে এখন কেবল সরকারের সিদ্ধান্তের অপেক্ষা।

নিয়ম অনুযায়ী মৃত‌্যুদণ্ড কার্যকরের আগে আসামির সঙ্গে শেষবার দেখা করতে দেওয়া হয় পরিবারের সদস‌্যদের।

মুক্তিযুদ্ধকালীন চট্টগ্রামের ত্রাস কাসেমকে কখন, কোথায় ফাঁসিতে ঝোলানো হবে, সে বিষয়ে সরকারের তরফ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা শনিবার সকাল পর্যন্ত আসেনি। তাবে কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, সব প্রস্তুতিই নিয়ে রেখেছে তারা।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার জানান, ‘সরকারি আদেশ বাস্তাবায়নে কারা কর্তৃপক্ষ সব সময়ই প্রস্তুত আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ীই ফাঁসি কার্যকর করা হবে।’