কর ফাঁকি দেয়াদের ব্যাপারে আরও কঠোর আইন করার পরিকল্পনা

কর ফাঁকি দেয়াদের ব্যাপারে আরও কঠোর আইন করার পরিকল্পনা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

যারা কর ফাঁকি দিচ্ছে তাদের ব্যাপারে আরও কঠোর আইন করার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড।

ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে আয়কর ব্যবস্থাপনা নিয়ে ইউসিবি পাবলিক পার্লামেন্টে একথা জানান জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো: নজিবুর রহমান।

বিরোধী দল প্রাইম ইউনিভার্সিটিকে হারিয়ে হাড্ডাহড্ডি লাড়াই বিতর্কে বিজয়ী হয়, সরকারী দল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। এসময়, আদালতে ঝুলে থাকা বড় কর ফাঁকিবাজদের প্রয়োজন অনুযায়ী বিশেষ ট্রাইবুন্যালে বিচারের ব্যবস্থার মধ্য দিয়ে মামলাগুলো দ্রুত নিস্পত্তি করা যায় কিনা, তা ভেবে দেখার কথাও জানান এনবিআর চেয়ারম্যান।