এজেন্সির অবহেলায় মানবেতর অবস্থায় ছিলেন হাজীরা

এজেন্সির অবহেলায় মানবেতর অবস্থায় ছিলেন হাজীরা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

হজ এজেন্সি সিয়াম ওভারসিজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন ২৩ জন হাজি।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে হাজিরা বলেন, উন্নত প্যাকেজের আওতায় নেয়া হলেও সৌদি আরবে তাদের মানবেতর অবস্থায় রাখে ওই এজেন্সি। টাকা নেয়ার পরও কোনো মোয়াল্লেম দেয়া হয়নি হাজিদের। ফলে হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা করতে গিয়ে বেকায়দায় পড়েন তারা।

তীব্র গরমেও যাতায়াতে পরিবহনেরও ব্যবস্থা করেনি প্রতিষ্ঠানটি। ১৬/১৭ দিন দুর্বিসহ জীবন যাপনের পর অসুস্থ হয়ে পড়েন হাজিরা। বিষয়টি জানানোর পরও তাদের চিকিৎসার উদ্যোগ নেয়নি সিয়াম ওভারসিজ।

প্রতিষ্ঠানটির মোয়াল্লেম শফিকুল ইসলাম প্রত্যেক হাজির কাছ থেকে অতিরিক্ত ১ লাখ ৮০ হাজার টাকা নিয়েছেন বলেও অভিযোগ হাজিদের। সৌদি আরবে এ ব্যাপারে প্রতারণার মামলাও দায়ের করেন তারা।