একুশ আগস্টের উপর মন্ত্রিসভায় শোক ও নিন্দা প্রস্তাব

একুশ আগস্টের উপর মন্ত্রিসভায় শোক ও নিন্দা প্রস্তাব

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

একুশ আগস্টের উপর শোক ও নিন্দা প্রস্তাব গৃহীত হয়েছে মন্ত্রীসভায়।

সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্তে মন্ত্রীসভার বৈঠকে এই শোক ও নিন্দা প্রস্তাব গৃহীত হয়। তবে বৈঠকে নতুন আয়কর আইন ২০১৭ খসড়ার চূাড়ান্ত অনুমোদনের কথা থাকলেও তা হয়নি। বরং বিষয়টি আলোচনার জন্য পরে উত্থাপনের জন্য বলা হয়।

মূলত বর্তমানে যে আয়কর অদ্যাদেশ বলবত আছে তা পূণাঙ্গ আইনে পরিনত করতেই এই নতুন আইন করা হয়েছে। এছাড়া বৈঠকে ইন্টারন্যাশনাল সোলার এ্যালায়েন্স অনুসমর্থনের প্রস্তাব মন্ত্রীসভায় অনুমোদন দেয়া হয়েছে। এর উদ্দেশে হচ্ছে সদস্য রাষ্ট্র সমূহের মধ্যে সৌরশক্তি বাড়ানো ও এর সক্ষমতা বৃদ্ধি করা।