খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলা চলবে

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলা চলবে

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলা চলবে। এই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে বেগম জিয়ার করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। সোমবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে বেগম জিয়ার আবেদন খারিজ করেছিল হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে করা আবেদনও খারিজ হওয়ায় এখন বিচারিক আদালতে মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

ঢাকার কমলাপুর আইসিডি এবং চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং কাজে গ্লোবাল এগ্রো এন্ড ট্রেড কোম্পানি বা গ্যাটকো-কে অন্যায়ভাবে ঠিকাদার নিয়োগ করার অভিযোগে, বেগম জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে ২০০৭ সালে মামলাটি দায়ের করে দুদক।

অভিযোগে বলা হয়, গ্যাটকোকে নিয়োগ দেওয়ায় রাষ্ট্রের সাড়ে ১৪’শো কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। নিম্ন আদালতে এ মামলার চার্জশীট দেয়া হয় ২০০৮ সালে। এর পরপরই  মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন খালেদা জিয়া।