উদযাপিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী

উদযাপিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ। প্রায় এক হাজার ৪শ বছর আগে এই দিনে আরবের মরু প্রান্তরে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)। আবার এই দিনেই তিনি পৃথিবী ছেড়ে চলে যান।

আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার দূর করে তৌহিদের মহান বাণী নিয়ে এসেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ (সা.)। প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম। তাঁর আবির্ভাব এবং ইসলামের শান্তির ললিত বাণীর প্রচার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। ইসলাম ধর্মমতে, হজরত মুহাম্মদ (সা.)ই শেষ নবী। তাঁর জন্ম ও ওফাত দিবস ১২ রবিউল আউয়াল মুসলমানদের কাছে এক পবিত্র দিন।

এদিন অনেকে রোজা রাখেন। নবীজীর জীবনচরিত থেকে শিক্ষা লাভ করে পরকালের শান্তির জন্যে নিজেকে প্রস্তুত করেন। মুসলমান সম্প্রদায় দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন।