ঈদের আগেই রাস্তা সংস্কার ও গ্যাস সংযোগ নিশ্চিতের দাবি চামড়া ব্যবসায়ীদের

ঈদের আগেই রাস্তা সংস্কার ও গ্যাস সংযোগ নিশ্চিতের দাবি চামড়া ব্যবসায়ীদের

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

ঈদের আগেই সাভারের চামড়া শিল্প নগরীতে প্রবেশের রাস্তা সংস্কার ও সব কারখানায় গ্যাস সংযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি তোলা হয়।

সংগঠনের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মাহিন জানান, ইতোমধ্যে শিল্পনগরীতে ৭০টি কারখানা স্থানান্তরিত হয়েছে। শিগগিরই আরো ২০টি কারখানা স্থানান্তরিত হবে। গ্যাস সংযোগ ও পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পারলে এসব কারখানাই এবারের কোরবানিতে সংগৃহীত চামড়ার পুরোটা প্রক্রিয়াজাত করতে পারবে বলে জানান তিনি।

এছাড়া শিল্পনগরীতে জমি নিবন্ধন সমস্যা দূর ও ভাঙা রাস্তা মেরামতের উপরও গুরুত্ব দিয়েছেন চামড়াশিল্প মালিকরা।