ই-টোকেন ছাড়াই ভারতের টুরিস্ট ভিসার আবেদন করা যাবে

ই-টোকেন ছাড়াই ভারতের টুরিস্ট ভিসার আবেদন করা যাবে

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

আগামী বছরের শুরুর দিন থেকে, ই-টোকেন ছাড়াই ভারতের টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন বাংলাদেশিরা।

১ জানুয়ারি থেকে বিমান, ট্রেন বা বাসের টিকেটসহ ট্যুরিস্ট ভিসার আবেদনপত্র জমা দেওয়া যাবে বলে ভারতীয় হাই কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধু রাজধানীর শ্যামলীতে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারের মিরপুর কেন্দ্রে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভ্রমণের টিকেটসহ ভিসা আবেদনপত্র জমা দেওয়া যাবে।

তবে ভ্রমণের তারিখ ভিসা আবেদনপত্র জমা দেওয়ার ৭ দিন পরের, তবে ১ মাসের মধ্যে হতে হবে।বাংলাদেশ ও ভারতের মানুষের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক বাড়ানোর লক্ষ্যে নিয়ে ভারতে ঘুরতে যাওয়ার ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।