ইকবালের পরিবারের সাজার বাধা কাটল

ইকবালের পরিবারের সাজার বাধা কাটল

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

সম্পদের তথ‌্য গোপনের মামলায় আওয়ামী লীগের সাবেক সাংসদ ডা. এইচ বি এম ইকবালের স্ত্রী মমতাজ বেগম এবং তাদের দুই ছেলে ও মেয়ের সাজা স্থগিতের করে হাইকোর্টের দেওয়া রুল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে ইকবালের স্ত্রী-সন্তানদের সাজা কার্যকরে আর কোনো আইনগত বাধা রইল না।

হাইকোর্টরোববার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। বিগত সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ২৭ মে ইকবাল, তার স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ‌্য গোপনের অভিযোগে এই মামলা করে দুদক।

পরের বছর বিশেষ জজ আদালত এ মামলার রায়ে ইকবালকে ১৩ বছরের কারাদণ্ড এবং ৫০ লাখ টাকা জরিমানা করে। তার স্ত্রী ও সন্তানদের তিন বছর করে কারাদণ্ড এবং ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। ইকবাল নিম্ন আদালতে ২০১০ সালে আত্মসমর্পণ করেন এবং পরের বছর হাইকোর্ট তাকে খালাস দেন।

তবে, রোববার আপিল বিভাগের আদেশের ফলে ওই চারজনকে দেওয়া বিচারিক আদালতের সাজা বহাল থাকল এবং আইনের দৃষ্টিতে তারা এখন পলাতক হওয়ায় তাদের গ্রেপ্তারে কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন দুদকের আইনজীবী।