কাস্ত্রোকে ‘নিষ্ঠুর স্বৈরশাসক’ বললেন ট্রাম্প

কাস্ত্রোকে ‘নিষ্ঠুর স্বৈরশাসক’ বললেন ট্রাম্প

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

বিপ্লবের অবিসংবাদিত নেতা ফিদেল কাস্ত্রোকে ‘নিষ্ঠুর স্বৈরশাসক’ বলেছেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

donald-trump-fidel-castro৯০ বছর বয়সী কিউবার এই নেতার মৃত্যুর কয়েক ঘণ্টা পর এই মন্তব্য করেন ট্রাম্প। শনিবারে এক বার্তায় ট্রাম্প বলেন, এবার কিউবা একটি স্বাধীন ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারে। সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে ১৯৫৯ সালে কিউবার ক্ষমতায় আসেন ক্যাস্ত্রো।

যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারের পতন ঘটিয়ে ক্ষমতায় আসার কারণে সর্বদাই বিশ্বের ক্ষমতাধর দেশটির বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল ক্যাস্ত্রোকে।

ক্যাস্ত্রোর সমর্থকেরা বলেন, ক্যাস্ত্রো বিপ্লবের মাধ্যমে কিউবাকে জনগণের কাছে ফিরিয়ে দিয়েছেন। অন্যদিকে তার বিরোধীরা তাকে একনায়ক ও স্বৈরাচারী শাসক হিসেবে মনে করে।

বিপ্লবি এ নেতার ভাই দেশটির প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে ফিদেল ক্যাস্ত্রোর মৃত্যুর ঘোষণা করেন।