‘আসন্ন নির্বাচন সুষ্ঠু না হলে দেশ নৈতিক বৈধতার সংকটে পড়বে’

‘আসন্ন নির্বাচন সুষ্ঠু না হলে দেশ নৈতিক বৈধতার সংকটে পড়বে’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন নির্বাচন সুষ্ঠু না হলে দেশ নৈতিক বৈধতার সংকটে পড়বে। রাজধানীতে এক সেমিনারে বক্তারা এ আশঙ্কা ব্যক্ত করে নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমের ভূমিকারও সমালোচনা করেন।

জাতীয় সংসদ নির্বাচন দোরগোড়ায়। তাই নির্বাচনকে গ্রহণযোগ্য এবং অবাধ করতে গণমাধ্যমের ভূমিকা কী হতে পারে? সে বিষয়ে আলোচনা সভার আয়োজন সেন্টার ফর গভার্নেন্স স্টাডিজের।

বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল এন্ড স্ট্রাটেজিক স্টাডিজ-বিস অডিটোরিয়ামে আয়োজিত এই সভায় অংশ নেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, সাবেক নির্বাচন কমিশনার, সাংবাদিক, শিক্ষক ও রাজনীতিবিদরা।

আলোচনা সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির প্রতিনিধিরা।

গণমাধ্যমে কাজ করার চ্যালেঞ্জ তুলে ধরেন নিউ এইজ পত্রিকার সম্পাদক নুরুল কবির।

নির্বাচন সুষ্ঠু না হলে নৈতিক বৈধতার সংকট হবে বলে মন্তব্য করেন  তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান ও  সাবেক নির্বাচন কমিশনার ব্রি. জে. (অব.) ড. এম সাখাওয়াত হুসেইন।