কাশ্মিরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে ৬ জঙ্গি নিহত

কাশ্মিরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে ৬ জঙ্গি নিহত

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় বন্দুকযুদ্ধে ৬ জঙ্গি নিহত হয়েছে।

এনডিটিভি জানায়, শনিবার দক্ষিণ কাশ্মিরের পুলওয়ামা জেলার এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। ভারতীয় কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান শুরু করে। আরামপোরা এলাকায় একটি বাড়িতে লুকিয়ে থাকা জঙ্গিরা তখন পালিয়ে যেতে চেষ্টা করে। এ সময় বন্দুকযুদ্ধে ছয় জঙ্গি নিহত হয়েছে।

বন্ধুকযুদ্ধে নিহত জঙ্গিরা কাশ্মিরে আল-কায়েদার শাখা সংগঠন আনসার গাজওয়াতুল হিন্দ-এর সঙ্গে জড়িত বলে জানিয়েছে ভারতীয় কর্মকর্তারা। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, নিহতদের মধ্যে কাশ্মির আল-কায়েদার উপ-প্রধান জাকির মুসার ঘনিষ্ঠ এক সহযোগী রয়েছে। অভিযানে জঙ্গিদের কাছে থাকা অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।