আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অন্যস্থানে সরিয়ে নিতে চিঠি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অন্যস্থানে সরিয়ে নিতে চিঠি

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরিয়ে নেওয়ার জন্য আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার দপ্তরের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরানোর বিষয়ে তেমন কিছু জানেন না বলে জানিয়েছেন প্রসিকিউটর তুরিন আফরোজ। বরং যুদ্ধাপরাধীদের মামলার সাক্ষী এই ট্রাইব্যুনাল বিল্ডিংকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য জাদুঘর হিসেবে সংরক্ষণ করাই ঠিক হবে বলে মনে করেন তিনি।

তিনি আরও বলেন, দীর্ঘ ৭ বছরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি গঠনকাঠামো তৈরি হয়েছে। নতুন জায়গায় এর নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় রাখা প্রয়োজন বলে মনে করেন।