ফিলিপাইনে মাদকবিরোধী অভিযানে ১৯ শত মানুষ নিহত

ফিলিপাইনে মাদকবিরোধী অভিযানে ১৯ শত মানুষ নিহত

শেয়ার করুন

_90882970_hi034912279

বিশ্বসংবাদ ডেস্ক :

ফিলিপাইনে গত সাত সপ্তাহে মাদকবিরোধী অভিযানে এক হাজার নয়শত মানুষ প্রাণ হারিয়েছেন। সোমবার দেশটির সিনেট কমিটিতে ফিলিপাইন ন্যাশনাল পুলিশের প্রধান রোনাল্ড ডেলা রোসা এ পরিসংখ্যান তুলে ধরেন।

তিনি জানান, পহেলা জুলাই থেকে পুলিশি অভিযানে ৭১২ জন মাদক পাচারকারী ও মাদক ব্যবহারকারী নিহত হয়েছেন। এছাড়া আরও ১ হাজার ৬৭টি মাদক সংশ্লিষ্ট হত্যার ঘটনা পুলিশ তদন্ত করছে।

এই পরিসংখ্যান প্রকাশের পরই গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এতদিন বলা হচ্ছিল ৯শ’র মতো মারা গেছে। গত এপ্রিলে ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের সরকারের এই অবস্থান নিয়ে নিন্দা ও সমালোচনা করে আসছে জাতিসংঘ।
_90883028_gettyimages-591053886
সম্প্রতি সংস্থাটি ফিলিপাইনের এই অভিযানকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে সমালোচনা করলে, জাতিসংঘ ছাড়ার হুমকি দেন ফিলিপাইনের প্রেসিডেন্ট দুতের্তে। তার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় এলে মাদক চোরাচালান ও অপরাধীদের নির্মূল করবেন।

কিন্তু সরকারী অভিযানে অনেক নিরীহ নাগরিক প্রাণ হারাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।