আনসারুল্লাহর শীর্ষ নেতা কে ধরিয়ে দিলেই ৫ লাখ টাকা

আনসারুল্লাহর শীর্ষ নেতা কে ধরিয়ে দিলেই ৫ লাখ টাকা

শেয়ার করুন

H-t

নিজস্ব প্রতিবেদক :

ড. অভিজিৎ রায়, প্রকাশক ফয়সাল আরেফিন দীপনসহ ব্লগার হত্যার মূল পরিকল্পনাকারী আনসারুল্লাহ বাংলা টিমের শীর্ষস্থানীয় নেতা সেলিমকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে ডিএমপি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমবি’র ওয়েবসাইটে সেলিমের ছবি প্রকাশ করে তাকে ধরিয়ে দিতে পারলে পাঁচ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। পুলিশ জানায়, সেলিম ওরফে ইকবাল ওরফে মামুন ওরফে হাদী মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও বিজ্ঞানলেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী। এছাড়া প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতির কর্ণধার ফয়সাল আরেফিন দীপন, ব্লগার নিলাদ্রী নীলয়, ওয়াশিকুর বাবু ও নাজিম উদ্দিন সামাদ, সমকামী অধিকার কর্মী জুলহাস মান্নান ও তাঁর বন্ধু তনয় হত্যাকাণ্ডের সার্বিক নেতৃত্ব ছিল।

বিজ্ঞপ্তিতে চারটি নাম উল্লেখ করে বলা হয়েছে, এই নামগুলো তাঁর প্রকৃত নাম নাও হতে পারে। এই ব্যক্তিকে ধরা বা তাঁর সম্পর্কে তথ্য ডিএমপির অফিশিয়াল ফেসবুক পেজ (facebook.com/dmpdhaka/), মোবাইল অ্যাপস Hello CT—তে দেওয়ার অনুরোধ করা হয়েছে। এ ছাড়া ০১৭১৩৩৭৩১৯৪, ০১৭১৩৩৭৩১৯৮ ও ০১৭১৩৩৭৩২০৬ এই তিনটি মোবাইল নম্বরে ফোন করেও তথ্য দেওয়া যাবে।