আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমা

আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

দ্বিতীয় পর্বের আখেরী মোনাজাতের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমা। বেলা ১১টার দিকে এই মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রথম পবের্র মতো এবারও আখেরী মোনাজাত পরিচালনা করবেন তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বী ও দিল্লীর মাওলানা মোহাম্মদ সা’দ। আখেরী মোনাজাত উপলক্ষে ভোর থেকেই শীত উপেক্ষা করে লাখো লাখো মুসুল্লী মহাসড়কে পায়ে হেঁটে ও ট্রেনে করে টঙ্গীর ইজতেমা ময়দানে এসে সমবেত হচ্ছেন। বিপুল সংখ্যক নারী মুসুল্লীরাও মোনাজাতে অংশ নিতে ইজতেমার আশেপাশের সড়কে সকাল থেকেই অবস্থান নেন।

মুসুল্লীদের নির্বিঘ্নে যাতায়াত সুবিধার জন্য টঙ্গী জংশন থেকে ১৪টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ১১১টি ট্রেন টঙ্গী জংশনে যাত্রাবিরতি করবে। ভোর থেকে মোনাজাত শেষ না হওয়া পর্যন- ইজতেমা পার্শ্ববর্তী সড়কে গণ পরিবহন চলাচল বন্ধ রাখা হয়।