যুক্তরাষ্ট্রে ট্রাম্প-বিরোধী লাখো নারীর শোভাযাত্রা

যুক্তরাষ্ট্রে ট্রাম্প-বিরোধী লাখো নারীর শোভাযাত্রা

শেয়ার করুন

_93733299_037425732-1 বিশ্বসংবাদ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পরদিন ওয়াশিংটনের ‘নারী পদযাত্রা’য় অংশ নিয়েছে অন্তত পাঁচ লাখ নারী। বিক্ষোভ হয়েছে দেশটির বিভিন্ন শহরেও।

ওয়াশিংটনের পেনসিলভানিয়া এভিনিউতে আয়োজিত ‘নারী পদযাত্রা’ পরিণত হয়েছে জনস্রোতে। ‘নারী পদযাত্রা’ হলেও নতুন মার্কিন নেতার বিরুদ্ধে বিক্ষোভে পুরুষ, বৃদ্ধ, শিশু-কিশোররাও অংশ নিয়েছেন।845359de-9e1e-4f06-bf16-bbbc64021e2aবিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল-সমাবেশ করেছে। ওয়াশিংটনের বিক্ষোভে অংশ নিয়েছেন ক্যাটি পেরি, স্কারলেট জোহানসন, এমা ওয়াটসনের মতো সেলিব্রিটিরাও।c8fad161-b8c6-447e-860f-0a122a2a3166সমাবেশে দেওয়া বক্তব্যে তারা ট্রাম্পের প্রতি নারীর প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান। ওয়াশিংটনের বাইরে যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরগুলোতেও রাস্তায় নেমেছে লাখো মানুষ। নিউ ইয়র্কে বড় ধরনের জমায়েত করেছে বিক্ষোভকারীরা। এসময় ট্রাম্প টাওয়ারের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা।

লস অ্যাঞ্জেলসের বিক্ষোভে অংশ নিয়েছে কয়েক লাখ মানুষ। বিক্ষোভে অংশগ্রহণকারীদের একটা বড় অংশের চোখেই ট্রাম্প যুক্তরাষ্ট্রের ‘অবৈধ’ প্রেসিডেন্ট। নির্বাচনি প্রতিশ্রুতিতে ট্রাম্প ‘শ্বেতাঙ্গ আধিপত্যের’ ধারণা দিয়েছেন, বিভিন্ন গোষ্ঠীকে আক্রমণ করে বক্তব্য দিয়েছেন। তারই প্রতিফলন দেখা গেছে শনিবার যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে।