আখাউড়া থানার ওসিকে ২৩ জুলাই আদালতে তলব

আখাউড়া থানার ওসিকে ২৩ জুলাই আদালতে তলব

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

হজে যেতে ইচ্ছুক জীবিত এক ব্যক্তিকে মৃত ঘোষণা করে প্রতিবেদন দেওয়ায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

গত ১১ জুন উচ্চ আদালতে একটি রিট আবেদন দায়ের করেন আখাউড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদ হোসেন ভূঞা। তাঁর অভিযোগ, আখাউড়া থানার তৎকালীন এএসআই আবুল কালাম, হজ্ব নিবন্ধনে পুলিশি প্রতিবেদনের জন্য তাঁর কাছে ঘুষ দাবি করেন। কিন্তু আজাদ ভূঞা তা না দিলে, তাঁকে মৃত ঘোষণা করে প্রতিবেদন জমা দেন ওই পুলিশ কর্মকর্তা। এতে এ বছর তাঁর হজ্বে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

বর্তমানে কুমিল্লার দাউদকান্দি মডেল থানায় কর্মরত আবুল কালামকে ২৩ জুলাই আদালতে হাজির হয়ে, ব্যাখ্যা দিতে বলেছেন হাইকোর্ট।