অস্ট্রেলিয় দূতাবাসে হুমকি দিয়ে পাঠানো ইমেইলদাতা গ্রেপ্তার

অস্ট্রেলিয় দূতাবাসে হুমকি দিয়ে পাঠানো ইমেইলদাতা গ্রেপ্তার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

ঢাকায় অস্ট্রেলিয়া দূতাবাসে হুমকি দিয়ে ই-মেইল পাঠানো তৌসিফ হোসেন সীমান্তকে রাজধানীর বনশ্রী থেকে গ্রেফতার করেছে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। শুক্রবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান এ কথা জানান।

তিনি জানান, অন্য একজনকে ফাঁসানোর জন্যই তৌসিফ এ কাজ করে। নুরুল হক মুন্না নামে একজনের কাছ থেকে সে অস্ট্রেলিয়ার ভিসা করে দেওয়ার কথা বলে ১ লাখ ৮০ হাজার টাকা নিয়েছিলো। কিন্তু ভিসা করতে না পারায় মুন্না তাকে টাকার জন্য চাপ দিতে থাকে। মুন্নাকে বিপদে ফেলার জন্য তাঁর মোবাইল ফোন ও ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার উল্লেখ করে অস্ট্রেলীয় দূতাবাস ও জাগো ফাউন্ডেশনের কাছে ৫ লাখ টাকা দাবি করে ই-মেইল পাঠায় তৌসিফ।

চাঁদা না পেলে দূতাবাসের লোকজনের ক্ষতি এবং বিস্ফোরণ ঘটানোরও হুমকি দেওয়া হয়। ই-মেইলের উৎস অনুসন্ধানের মাধ্যমে তৌসিফকে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার করে পুলিশ।