অর্থ আত্মসাতের অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তা গ্রেপ্তার

অর্থ আত্মসাতের অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তা গ্রেপ্তার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

অর্থ আত্মসাতের অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার ভোরে দুদকের উপপরিচালক মোরশেদ আলমের নেতৃেত্ব একটি দল মামলার তদন্তের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বিশ্ববিদ্যালয়িটর প্রক্টর ও ডেপুটি রেজিস্ট্রার এইচ এম তায়হিদ জামান, সহকারী রেজিস্ট্রার মো. সিদ্দিকুর রহমান ও সহকারী পরিচালক মো. মোফাজ্জল হোসাইন।

বেশ কয়েক বছর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গণ নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা সত্ত্বেও সিলেকশন গ্রেড দেওয়া হয়। এ ঘটনায় ২০১২ সালে  এক ব্যক্তি মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, ওই তিন কর্মকর্তা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এক কোটি ৪ লাখ ৬৩ হাজার ৩৯৪ টাকা আত্মসাৎ করেছেন। পরে আদালত মামলাটি তদন্তের জন্য দুদকে পাঠান।