যে বই শেখায় বাসতে ভালো

যে বই শেখায় বাসতে ভালো

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

হুমায়ূন আহমেদের হিমুতে যাদের মুগ্ধতা। হলদে রাঙা ফাগুনে এমন হলুদ পোশাকের উৎসবে তারা হয়তো হিমুকে খুঁজে পান, হিমু সাজতে চান। কারণ হিমু ভক্তদের কাছে হলুদ পাঞ্জাবীর তরুণ মানেই যেন হিমুগিরির ছায়া।

শুধু হিমু নয়। মিসির আলীর উপন্যাসের যাদুতেও এমন করেই বহু বহু বছর ধরে তার পাঠককে আচ্ছন্ন রাখতে পেরেছেন হুমায়ূন আহমেদ। মিসির আলী আর হিমু যেন হুমায়ুন আহমেদেরই দুই সত্বা- লজিক আর এন্টি লজিকের দ্বন্দ্ব।

হিমু কিংবা মিসির আলীর নতুন বই কিনবেন। শুধু মাত্র এজন্যই বইমেলায় এসেছেন, একটু চেষ্টা করলে এমন পাঠক খুঁজে পাওয়া কখনই খুব একটা কঠিন ছিলনা। হুমায়ূন আহমেদের মৃত্যুর পর বই মেলায় সেই ভালবাসা এখন যেন হাহাকার হয়ে শুনতে পাওয়া যায়।

যুক্তি তর্কের ধার ধারে না। উচ্চাকাঙ্খা, ক্যারিয়ার কিংবা নিত্য দিনের যাপিত জীবন যার কাছে একেবারেই তুচ্ছ। সেই হিমুকেই কেন তরুনদের এত বেশি পছন্দ?

হিমুর মতোই হুমায়ূন আহমেদের আরেকটি জনপ্রিয় চরিত্র মিসির আলী। হিমু যেমন সব যুক্তি তর্কের উর্ধ্বে । তেমনি মনোবিজ্ঞানের খন্ডকালিন অধ্যাপক মিসির আলি কঠোর যুক্তিবাদী। যিনি বিজ্ঞান, পর্যবেক্ষণ এবং বিশ্লেষন দক্ষতা দিয়ে সব রহস্যে অন্ধকারে আলো ফেলতে চান।

হুমায়ূন আহমেদের হিমু এবং মিসির আলী পাঠকদের একাধারে যেমন সব যুক্তির বাইরে গিয়ে জীবনকে উপভোগ করতে শেখায়। তেমনি শেখায় এই জগতে কার্যকারন ছাড়া কিছুই ঘটে না। সবই লজিক।