অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন সংশোধন আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন

অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন সংশোধন আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

জরুরি প্রয়োজনে কিডনিসহ মানবদেহে প্রতিস্থাপনযোগ্য অঙ্গ আদানি-প্রদানে জটিলতা দূর করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে আজ মন্ত্রিপরিষদ মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন সংশোধন আইন-২০১৭ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় মন্ত্রী সভার নিয়মিত এ বৈঠক। যার সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় মোট সাতটি বিষয়ে আলোচনা করা হয়।

সভা শেষে এ বিষয়ে গনমাধ্যমকে বিস্তারিত জানান মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব আশরাফ শামীম। তিনি বলেন: আলোচিত বিষয়ের অন্যতম ছিলো মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন সংশোধন আইন-২০১৭ এর খসড়া। সংশোধীত খসড়া অনুযায়ী, আপন নানা, নানী, দাদা, দাদী, নাতি, নাতনী, চাচাতো-মামাতো-ফুফাতো-খালাতো ভাই বা বোনরাও রক্তসম্পর্কিত হিসেবে অঙ্গ-প্রত্যঙ্গ দান ও গ্রহণ করতে পারবেন।

তিনি জানান, কোনো হাসপাতাল সরকারের অনুমতি ছাড়া মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন করতে পারবে না। একই সঙ্গে যেসব সরকারি হাসাপাতালে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজনের বিশেষায়িত ইউনিট রয়েছে সে সব হাসপাতালের অনুমোদন নেওয়ার দরকার নেই।

খসড়ায় সাজার মেয়াদ কমিয়ে ও জরিমানা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত সচিব আশরাফ শামীম।