ওজন নিয়ে কম উদ্বিগ্ন থাকে নারীরা

ওজন নিয়ে কম উদ্বিগ্ন থাকে নারীরা

শেয়ার করুন

নারীর ওজন

সাইফুল ইসলাম রিয়াদ:

নারীর তুলনায় পুরুষ শরীর নিয়ে বেশি চিন্তিত, একথা শুনতেই কেমন জানি বিস্ময় লাগে। বিস্ময় লাগলেও কথাটি কিন্ত সত্যি। বিশেষ করে গবেষণা তা’ই প্রমান করে।সম্প্রতি নতুন এক গবেষণায় দেখা গিয়েছে অতীতের তুলনায় নারীরা এখন তাদের শরীর নিয়ে কম চিন্তিত থাকে, বিশেষ করে ওজন নিয়ে।

কিন্ত যখন পেশি বৃদ্ধির বিষয় আসে পুরুষ তখন নারীর তুলনায় শরীর নিয়ে বেশি অসন্তোষ্টিতে  ভূগে। “নারী যখন শরীর নিয়ে নিয়মিত অসন্তুষ্টিতে ভূগে তখন পুরূষ শরীর নিয়ে কোন চিন্তাই করেন না। কিন্তু ৩১ বছর বয়সের পর নারীদের শরীর নিয়ে অসন্তষ্টিতে ভূগার অভ্যাস ধীরে ধীরে হ্রাস পেতে থাকে”

উষ্টার কলেজের গবেষক ব্রায়ান কারাজসিয়া এক বিবৃতির মাধ্যমে বিষয়টি তুলে ধরেন। শরীর নিয়ে মানুষের কি ভাবনা বিশেষত ওজন নিয়ে এটা জানার জন্য  ১০,২২৮ জন নারী ও পুরুষের উপর গবেষণা চালিয়ে এ তথ্য পান। ব্রায়ান আরও বলেন পুরুষ তাদের শারীরিক সৌন্দর্যের দিক থেকে তাদের পেশি বৃদ্ধি নিয়ে বেশি চিন্তিত থাকে।

এখন আপনি মিলিয়ে দেখতে পারেন আপনার শরীর নিয়ে আপনি কি পরিমাণ উদ্ধিগ্ন থাকেন।

সুত্র- জি নিউজ।