রোহিঙ্গাদের ঢলে স্বাস্থ্য ঝুঁকিতে কক্সবাজার-বান্দরবানের মানুষ

রোহিঙ্গাদের ঢলে স্বাস্থ্য ঝুঁকিতে কক্সবাজার-বান্দরবানের মানুষ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

রোহিঙ্গাদের ঢলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে কক্সবাজার ও বান্দরবানের সীমান্তবর্তী মানুষেরা। আশ্রয় শিবিরগুলোতে কোন স্বাস্থ্যসেবা না থাকায় রোহিঙ্গাদের মাধ্যমে পোলিও, হাম ও কলেরাসসহ নানা সংক্রামক রোগ ছড়িয়ে পরছে। এরইমধ্যে সংক্রামক রোগে ১০ রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও কক্সবাজার জেলার বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রতিদিনই ঢুকছে হাজার হাজার রোহিঙ্গা। কিন্তু রোহিঙ্গাদের অস্থায়ী শিবিরগুলোতে নেই কোন স্বাস্থ্য সেবা। সীমান্তের ওপার থেকে নানা সংক্রামক রোগ নিয়ে আসা রোহিঙ্গারা আশ্রয় নিচ্ছে বাংলাদেশে।

বাংলাদেশের অভ্যন্তরে রোহিঙ্গা শিবিরগুলোতে রয়েছে চরম অব্যস্থাপনা। কুতুপালং, নয়াপাড়া ও লেদা শরনার্থী শিবিরে জায়গা সংকুলান না হওয়ায়, কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পরছে অনুপ্রবেশকারী রোহিঙ্গারা। যেখান সেখানে মল মূত্র ত্যাগ, দুষিত পানি পান, অস্বাস্থ্যকর পরিবেশসহ নানা কারনে ছড়িয়ে পরছে সংক্রামক রোগ।

স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ মেডিকেল টিম গঠনের পাশাপাশি রোহিঙ্গা শিশুদের পোলিও টিকা খাওয়ানো হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।