রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে মালয়েশিয়ায় ব্যাপক বিক্ষোভ

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে মালয়েশিয়ায় ব্যাপক বিক্ষোভ

শেয়ার করুন


বিশ্বসংবাদ ডেস্ক :

মিয়ানমারে চলমান রোহিঙ্গা নিধনযজ্ঞের প্রতিবাদে শুক্রবার বিক্ষোভের করেছে মালয়েশিয়ার ক্ষমতাসীন দল ইউএমএনও। মিয়ানমারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে সরকারের প্রতি দাবি জানান  বিক্ষোভে অংশগ্রহণকারীরা।

ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন-এর এ বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। তিনি বলেন, আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে তিনি রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলবেন।

তিনি বলেন, রোহিঙ্গাদের মৌলিক অধিকারের প্রতি অবজ্ঞা করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গাদের ফিরিয়ে দেয়া অন্যায় হবে।

কুয়ালালামপুরের রাজপথে গত দুই সপ্তাহে এটা রোহিঙ্গাদের প্রতি সংহতি জানিয়ে তৃতীয় বিক্ষোভ। তবে দেশটির ক্ষমতাসীন দলের ডাকে রোহিঙ্গা ইস্যুতে এটাই প্রথম বিক্ষোভ। এদিকে রোহিঙ্গাদের ওপর চলমান নৃশংসতা বন্ধের দাবি জানিয়ে শুক্রবার মালয়েশিয়ার মিয়ানমার দূতাবাসের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করেছেন দেশটিতে বসবাসরত শতাধিক রোহিঙ্গা।