মেঘনার চরে শীতার্ত মানুষের পাশে লাল সবুজ ফাউন্ডেশন

মেঘনার চরে শীতার্ত মানুষের পাশে লাল সবুজ ফাউন্ডেশন

শেয়ার করুন

15844301_1338974406164110_7263512020141069753_oএটিএন টাইমস ডেস্ক:

গত ৩০ই ডিসেম্বর চাঁদপুরের মেঘনার বুকে চর রাজরাজেশ্বরী ইউনিয়নে ২৫০ টি সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে কম্বল বিতরণ করে লাল সবুজ ফাউন্ডেশন। ৩০ ডিসেম্বর সকাল থেকে চলে বিতরণ কর্মসূচি। ঢাকা এবং চাঁদপুর থেকে সংগঠনটির ২৫জন সদস্য রাজরাজেশ্বরী চরে যেয়ে কম্বল বিতরণ করে। এর আগে সংগঠনটির চাঁদপুর শাখার সদস্যরা সুবিধা বঞ্চিত পরিবারগুলোর মাঝে টোকেন বিতরণ করে।

15800434_1338973386164212_3477116971600560841_o15934542_1354297467965682_2025920393_nলাল সবুজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহমান খান জানান, চর রাজরাজেশ্বরী ইউনিয়নের মানুষ গুলোর আন্তরিকতায় আমরা সত্যি অনেক মুগ্ধ, এবং তাদের সহযোগিতা না পেলে হয়তো এতো সুন্দর করে শেষ করতে পারতাম না। তিনি এলাকাবাসীকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। শীত বস্ত্র বিতরণ কর্মসূচিতে আর্থিকভাবে সহযোগিতা করে ট্রেড ভিশন লিমিটেড, রোটারি ক্লাব অব ঢাকা নর্থসাউথ এবং ঢাকা নবজাতক ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ।

আর্থিক ভাবে সহযোগিতার জন্য এ প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানিয়ে সংগঠনটির সহ-সভাপতি কামরুদ্দিন চৌধুরি এবং মনিরুল হাসান বলেন, এ প্রতিষ্ঠান গুলোর জন্য আমরা প্রোগামটা সফলভাবে সম্পন্ন করেছি। আর সকল শুভানুধ্যায়ীদের লাল সবুজ ফাউন্ডেশনের পাশে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানান  ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসরুল আখন্দ।

উল্লেখ্য, লাল সবুজ ফাউন্ডেশন বৃহস্প্রতিবার (আজ) রাত ১১ টা থেকে ঢাকার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করবে। ঢাকার ধানমণ্ডির ৩২ নাম্বার রোড থেকে সংগঠনটির সদস্যরা বিতরণ শুরু করবে। চলবে ভোর চারটা পর্যন্ত।