বিজয়া দশমীর প্রথম প্রহরে সিঁদুর খেলা

বিজয়া দশমীর প্রথম প্রহরে সিঁদুর খেলা

শেয়ার করুন

fashion-sindur-khelar-sajনিজস্ব প্রতিবেদক:

দেবীর আরাধনা, সিঁদুর খেলা আর নাচ গানের মধ্য দিয়ে পার হয়েছে বিজয়া দশমীর প্রথম প্রহর। সকাল থেকেই মন্ডপে মন্ডপে ছিল ভক্তদের ভীড়। দেবী দূর্গার বিদায়ে সময়, বিজয়া দশমীর সকালে পূজা মন্ডপে একই সঙ্গে ছিল উৎসব ও বিষাদের সুর।

পূজা মন্ডপে  এমন আনন্দময় পরিবেশেও কোথায় যেন এক বিষাদের সুর বেজে চলেছে সমান তালে। কারণ মঙ্গলময় দেবী, দেবী দূর্গার আজ বিদায়ের দিন।

বিজয়া দশমীর সকালে পূজার পর, দেবীর কপালে সিঁদুর পরান সধবা নারীরা। আশা, বিবাহিত জীবনের সকল অমঙ্গল দূর করবেন দূর্গতিনাশিনী দেবী দূর্গা।

sindur1চলে একে অন্যকে সিঁদুর লাগিয়ে শুভকামনা জানানো। বহুদিন ধরে চলা এসব লোকাচারে বিজয়া দশমীর সকালটি যে শারদীয় দূর্গোৎসবের সবচেয়ে বর্ণিল সময়।

এরপর শুরু হয় সিঁদুর খেলা। সিদুর রাঙা মুখ, নতুন পোশাক, বর্ণিল সাজ আর নাচে গানে একেকটি পূজা মন্ডপ যেন উৎসবের খনি হয়ে ওঠে।

ভক্তদের শ্রদ্ধা, ভালবাসা নিয়ে সত্য সুন্দরের দেবী দূর্গা এবার কৈলাসে ফিরে যাবেন ঘোড়ায় চড়ে।