কঙ্গোর প্রত্যন্ত অঞ্চল থেকে শহরে ছড়িয়ে পড়ছে মরণব্যাধি ইবোলা

কঙ্গোর প্রত্যন্ত অঞ্চল থেকে শহরে ছড়িয়ে পড়ছে মরণব্যাধি ইবোলা

শেয়ার করুন

_101602405_mediaitem101602404বিশ্বসংবাদ ডেস্ক :

আফ্রিকার কঙ্গোয়, প্রত্যন্ত অঞ্চলে শুরু হয়ে ইবোলার আক্রমণ এখন শহর অঞ্চলে ছড়িয়ে পড়তে শুরু করেছে। এই মরণব্যাধির আক্রমণ নিয়ন্ত্রণ করা ক্রমশ কঠিন হয়ে পড়ছে।

এ মাসের প্রথম দিকে প্রায় ১০ লাখ জনসংখ্যা অধ্যুষিত এমবানকা শহরের ১৩০ কিলোমিটার দূরে ইবোলায় আক্রান্ত হওয়ার ঘটনার কথা নিশ্চিত করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ওলি ঈলুঙ্গা কালেঙ্গা। শহরটি কঙ্গোর রাজধানী শহর কিনসাসার সড়কের সঙ্গে যোগাযোগ ও পরিবহনের জন্য গুরুত্বপুর্ণ একটি এলাকা।

ইবোলার আক্রমণে ২৩ জন ইতোমধ্যে মারা গেছে এবং আরো ৪২ জন আক্রান্ত হয়েছে।

ইবোলা এমন একটি ভয়ংকর সংক্রামক ব্যাধি- যার কারণে শরীরের অভ্যন্তরে রক্তক্ষরণ হয়। যা প্রায়ই মারাত্মক আকার ধারণ করে। এটা খুব সামান্য পরিমাণ শরীরের-তরল পদার্থের সংস্পর্ষেই দ্রুত সারা শরীরে ছড়িয়ে পড়ে। এর প্রাথমিক ফ্লু-র উপস্বর্গগুলি সবসময় ধরাও পড়ে না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন সিনিয়র কর্মকর্তা জানান, ওই গুরুত্বপুর্ণ শহরে ইবোলার প্রাদুর্ভাবের অর্থ হচ্ছে, এই মরনব্যাধি সেখানেও দ্রুত ছড়িয়ে পড়তে পারে।