মাদক চোরাচালানের জন্য মাদক বিরোধী প্রধানের ১০ বছর কারাদণ্ড

মাদক চোরাচালানের জন্য মাদক বিরোধী প্রধানের ১০ বছর কারাদণ্ড

শেয়ার করুন

ncs_modified20161229172351maxw640imageversiondefaultar-161229239এটিএন টাইমস ডেস্ক:

ফিনল্যান্ডে মাদক-বিরোধী পুলিশের সাবেক প্রধানকে মাদক চোরাচালান ও অন্যান্য অপরাধে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ইয়ারি আরনিও নামের ওই ব্যক্তি, ২০১১ থেকে ১২ সাল পর্যন্ত একটি চক্রকে নেদারল্যান্ডস থেকে প্রায় ৮শ কেজি হাশিশ আমদানি করে ফিনল্যান্ডে বিক্রিতে সহায়তা করেছেন।

৫৯ বছর বয়সী আরনিও মাদক সংক্রান্ত পাঁচটি ও অন্যান্য ১৭টি অপরাধে অভিযুক্ত হয়েছেন। অপরাধগুলোর মধ্যে একজন নিরপরাধ ব্যক্তিকে মাদকচক্রের সঙ্গে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগও রয়েছে। স্থানীয় একজন শীর্ষ অপরাধীর সঙ্গে পুলিশের সাবেক এই জ্যেষ্ঠ কর্মকর্তার সখ্যের অভিযোগ রয়েছে।

৩০ বছর ধরে মাদক-বিরোধী বাহিনীতে কর্মরত থাকার পর ২০১৩ সালে আরনিওকে গ্রেপ্তার করা হয়। তবে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন ওই পুলিশ কর্মকর্তা। আরনিওর আইনজীবী জানিয়েছেন, জেলা আদালতের এই রায়ের বিরুদ্ধে হেলসিঙ্কির আপিল আদালতে আবেদন করবেন তারা।

ইউরোপের অন্যান্য দেশের তুলনায় ফিনল্যান্ডে অপরাধের হার খুবই কম। ডেনমার্কের পর ফিনল্যান্ডেই সবচে কম দুর্নীতি হয় বলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তালিকায় প্রকাশ পেয়েছে।