রোহিঙ্গা ইস্যুতে ইউনুসসহ ১৩ নোবেল বিজয়ীর জাতিসংঘে খোলা চিঠি

রোহিঙ্গা ইস্যুতে ইউনুসসহ ১৩ নোবেল বিজয়ীর জাতিসংঘে খোলা চিঠি

শেয়ার করুন

%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%82%e0%a6%98

নিজস্ব প্রতিবেদক :

১৩ জন নোবেল বিজয়ীসহ ২৩ জন বিশিষ্ট ব্যক্তি মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সহিংসতা বন্ধে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ কামনা করে খোলা চিঠি লিখেছেন।

চিঠিতে তাঁরা বলেছেন, রোহিঙ্গা ইস্যু সমাধানে বারবার অং সান সু চির দৃষ্টি আকর্ষণ করেও কোন সাড়া পাননি তাঁরা, যদিও এটা তাঁরই দায়িত্ব। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করতে জাতিসংঘের প্রতি আহবান জানিয়ে, অতি দ্রুত দেশটির ভেতর মানবিক সহায়তার উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেবার দাবি করেছেন বিশিষ্ট ব্যক্তিরা।

দেশটিতে জাতিসংঘের নতুন মহাসচিবের পরিদর্শনও কামনা করেন তারা। তাঁদের মতে, মিয়ানমারে মানবাধিকারের চরম লংঘন চলছে। হাজারো রোহিঙ্গা পালিয়ে আসছেন বাংলাদেশে।

নোবেল বিজয়ী ডক্টর মুহম্মদ ইউনুস, হোসে রামোস হোর্তা, মেইরিদ মিগুইরে, বেটি উইলিয়ামস এবং সাবেক ইতালীয় প্রধানমন্ত্রী রোমানো প্রোদি চিঠির অন্যতম স্বাক্ষরদাতা।