‘দলীয় লোক জড়িত বলেই রিজার্ভ চুরির তদন্ত অন্ধকারে’

‘দলীয় লোক জড়িত বলেই রিজার্ভ চুরির তদন্ত অন্ধকারে’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বর্তমান সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত নয় বলেই নির্বাচন কমিশন গঠনে আইন করতে এ সরকারের কাছে প্রস্তাব রাখেনি তারা।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, সরকারি দলের রাঘব বোয়ালরা জড়িত বলেই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে না।

অন্যদিকে, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান নিজ দলেরই সমালোচনায় বলেন, দলে এখন সবচে বড় দুর্বলতা আপোষকামীতা। শুক্রবার পৃথক আয়োজনে এসব বলেন তারা।

ব্যক্তিগত সফরে শুক্রবার সকালে রংপুর যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আবারও নির্বাচন কমিশন গঠন এবং প্রসঙ্গেই সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতা। এ বিষয়ে আইন করতে কেন কোনো প্রস্তাব দেননি রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে, জানালেন তাঁর কারণ।

৬ষ্ঠ কাউন্সিলেও পূর্বপদে বহাল বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান কেবল সরকারের নয়, সমালোচনা করেন নিজ দলেরও। বিএনপিতে এখন আর যোগ্যদের মূল্যায়ন হচ্ছে না, বরং নেতারা আপোষকামিতার দোষে দুষ্ট বলে অভিযোগ তাঁর। শুক্রবার নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে এক আলোচনা সভায় নেতাকর্মীদের পকেটের রাজনীতি ত্যাগেরও আহবান জানান তিনি।

নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে সরকারি দলের রাঘব বোয়ালরা জড়িত, তাই তদন্ত প্রতিবেদন প্রকাশ হচ্ছে না।