১৭ দেশের ডিমে বিষাক্ত পদার্থের সন্ধান!

১৭ দেশের ডিমে বিষাক্ত পদার্থের সন্ধান!

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট:

ইউরোপের ১৫টি দেশ এবং হংকং ও সুইজারল্যান্ডের ডিমে বিষাক্ত পদার্থ পাওয়া গেছে। ইউরোপীয় কমিশন জানায়,  ডিমে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ফিপ্রোনিল থাকার বিষয়টি চলতি মাসেই জানান বেলজিয়ামের কর্মকর্তারা।

কমিশন জানায়, আগামী ২৬ সেপ্টেম্বর এ বিষয়ে বৈঠকের কথা রয়েছে। তবে একে অপরের ওপর দোষ না চাপানোর আহবান জানান কমিশনের খাদ্য নিরাপত্তা বিভাগের প্রধান। এর আগে নেদারল্যান্ডসের ফার্ম থেকে পাঠানো ডিমে কীটনাশক জাতীয় বিষ থাকতে পারে বলে স্বীকার করেন বেলজিয়ামের কর্মকর্তারা।

এ বিষয়টি তারা জুন মাসেই জানতেন কিন্তু এতোদিন তা গোপন রাখা হয়েছিল। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। ফিপ্রোনিল নামের ওই বিষাক্ত রাসায়নিক মানুষের শরীরে ঢুকলে কিডনি, লিভার ও থাইরয়েড গ্ল্যান্ডের ক্ষতি হতে পারে।

ফিপ্রোনিল পোল্ট্রি জাতীয় প্রাণীর চামড়ার উকুন এবং অন্যান্য কীট মারার জন্য ব্যবহার করা হয়।