হাসিনা-সিরসেনা বৈঠক: ১৪ সমঝোতা স্মারক ও চুক্তি সই

হাসিনা-সিরসেনা বৈঠক: ১৪ সমঝোতা স্মারক ও চুক্তি সই

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগে দ্বিপক্ষীয় বৈঠক করলেন বাংলাদেশ সফররত শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। দুদেশের মধ্যে সই হলো ১৪ সমঝোতা স্মারক ও চুক্তি। সফরের দ্বিতীয় দিন সকাল দশটায় সিরিসেনাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভ্যর্থনা জানান স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে তারা অঙশ নেন একান্ত বৈঠকে। একান্ত বৈঠকের পর সাড়ে দশটায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলি হলে প্রতিণিধি দলের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় দ্বিপক্ষীয় বৈঠক। আলোচনা শেষে বৈঠকে দুই রাষ্ট্র প্রধানের উপস্থিতিতে দু দেশের মধ্যে উপকুলীয় জাহাজ চলাচল, মুক্ত বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে ১৪টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়।

বৈঠকে শ্রীলংকার প্রেসিডেন্ট এর সাথে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রীসহ বাংলাদেশে আসা ৩৬ সদস্যের প্রতিণিধি দল। রাষ্ট্রপ্রধান হিসাবে এটাই সিরিসেনার প্রথম বাংলাদেশ সফর।