রাঙ্গামাটিতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ২২০০ জনকে ৪টি আশ্রয়কেন্দ্রে স্থানান্তর

রাঙ্গামাটিতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ২২০০ জনকে ৪টি আশ্রয়কেন্দ্রে স্থানান্তর

শেয়ার করুন

রাঙ্গামাটি প্রতিনিধি :

রাঙ্গামাটিতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত দুই হাজার দু’শ জনকে ৪টি আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে রাঙ্গামাটির ১৫টি আশ্রয়কেন্দ্র থেকে ক্ষতিগ্রস্তদের নতুন ৪টি আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়। রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবু শাহেদ চৌধুরী এই স্থানান্তর প্রক্রিয়া তদারক করেন।

আশ্রয়কেন্দ্রগুলো হলো রাঙ্গামাটি জিমনেসিয়াম, স্টেডিয়ামের ড্রেসিং রুম, মেডিকেল কলেজের ছাত্র হোস্টেল ও ভোয়াল্যা উচ্চ বিদ্যালয়। তবে নিজেদের বাড়িঘর থেকে নতুন আশ্রয়কেন্দ্রে দুরে হওয়ায় স্থানান্তর নিয়ে আশ্রিত অনেকের মাঝে অসন্তোস রয়েছে।