সূচির বক্তব্য মিথ্যায় ভরা এবং চাপ সামলানোর চেষ্টা

সূচির বক্তব্য মিথ্যায় ভরা এবং চাপ সামলানোর চেষ্টা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট:

অং সান সূচির বক্তব্য মিথ্যায় ভরা এবং তাতে নতুন কিছু নেই বলে মনে করছেন কূটনীতি বিশ্লেষকরা। তাঁরা বলছেন, মঙ্গলবার মিয়ানমারে স্টেট কাউন্সিলর সূচির বক্তব্য চাপ সামলানোর চেষ্টা মাত্র। জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে যোগ না দিয়ে অং সান সূচি কেন বিশ্ব সম্প্রদায়ের উদ্দেশ্যে বক্তৃতা করলেন নিজের দেশে?

কূটনীতি বিশ্লেষকরা বলছেন, রাখাইন গণহত্যা বন্ধে আন্তর্জাতিক বিশ্ব যেভাবে সরব হয়েছে, তাতে মারাত্মক চাপে আছে মিয়ানমার।বিশ্লেষকদের মতে, সূচি তাঁর বৃক্ততায় কফি আনান কমিশন বাস্তবায়নের যে কথা বলেছেন বা রোহিঙ্গাদের ফেরত নেবার প্রক্রিয়া নিয়ে যা বলেছেন, কোনোটাই আন্তরিক না।

এমনকি আন্তর্জাতিক সম্প্রদায়কে ভবিষ্যতে রাখাইনে যেতে দেয়া হবে, সূচির বক্তব্যে এটাও বিশ্বাস করা যায়না বলেই মনে করেন কূটনীতিকরা। বিশ্লেষকদের মতো বিদেশি চাপ সামাল দিতে মিয়ানমারের স্টেট কাউন্সিলর এই ভাষণ দিয়েছেন এবং তাতেও স্পষ্টভাবে ছিল মিয়ানমারের সামরিক জান্তা এবং উগ্র ধর্মীয় নেতাদের তুষ্ট করার চেষ্টা