উত্তর কোরিয়া-ইরানকে বদমাশ রাষ্ট্র উল্লেখ করে ট্রাম্পের সতর্ক বার্তা

উত্তর কোরিয়া-ইরানকে বদমাশ রাষ্ট্র উল্লেখ করে ট্রাম্পের সতর্ক বার্তা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট:

উত্তর কোরিয়া এবং ইরানকে বদমাশ রাষ্ট্র উল্লেখ করে তাদেরকে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে ৭২তম সাধারণ অধিবেশনে দেয়া বক্তৃতায় তিনি এই হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, উত্তর কোরিয়া যদি নিজেদের সংযত না করে তাহলে যুক্তরাষ্ট্র ধ্বংস করে দেবে। কিমের সমালোচনা করে বলে তিনি বলেন, রকেট ম্যান এখন আত্মঘাতী মিশনে রয়েছেন। ইরানের বর্তমান শাসনকে দূর্নীতিবাজ একনায়কত্ব উল্লেখ করে ট্রাম্প বলেন, দেশটি মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

তিনি ইরানি সরকারকে সন্ত্রাসে মদদ দেয়া বন্ধ করতে আহ্বান জানান। এছাড়া তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পরমাণু চুক্তির সমালোচনা করে বলেন, এটা একটা বিরক্তিকর বিষয়।