চালের মজুদদারির সিন্ডিকেট সরকারি দলই নিয়ন্ত্রণ করছে: বিএনপি

চালের মজুদদারির সিন্ডিকেট সরকারি দলই নিয়ন্ত্রণ করছে: বিএনপি

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট:

চালের মজুদদারির সিন্ডিকেট সরকারি দলই নিয়ন্ত্রণ করছে। সরকার রোহিঙ্গাদের পাশেও দাঁড়িয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে। মঙ্গলবার বিভিন্ন অনুষ্ঠানে এসব অভিযোগ তোলেন বিএনপি নেতারা।

সকালে জাতীয় প্রেসক্লাবে ‘রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান’ শীর্ষক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী দাবি করেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকারের অবস্থান অস্পষ্ট।

তিনি বলেন, বিএনপি- আওয়ামী লীগের ইস্যু নয়, এটি এখন জাতীয় ইস্যু। এরপর বিকেলে, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী চালের দাম বাড়ায় সরকারকে দায়ি করে বলেন, দেশে চালের যে মজুদ থাকার কথা তার অর্ধেকও আছে কিনা সন্দেহ।