সিঙ্গাপুর থেকে বিমানযোগে বঙ্গভবনে প্রধান বিচারপতির পদত্যাগপত্র

সিঙ্গাপুর থেকে বিমানযোগে বঙ্গভবনে প্রধান বিচারপতির পদত্যাগপত্র

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগপত্র পেয়েছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন। কানাডা যাওয়ার পথে সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনে শুক্রবার তিনি রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্রটি জমা দেন।

সিঙ্গাপুর থেকে বিমানযোগে এ পদত্যাগপত্র ঢাকায় পাঠানো হয়।

পদত্যাগী প্রধান বিচারপতি শুক্রবার সিঙ্গাপুর থেকে কানাডা গেছেন। তিনি চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া থেকে গত সোমবার সিঙ্গাপুরে পৌঁছান। কানাডায় প্রধান বিচারপতির ছোট মেয়ে থাকেন। বিচারপতি সিনহার ছুটির মেয়াদ শেষ দিন ছিল শুক্রবার।তিনি ১০ নভেম্বর পর্যন্ত ছুটি নিয়ে গত ১৩ অক্টোবর রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন।

দেশ ছাড়ার পরদিন সুপ্রিম কোর্ট থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, বিচারপতি সিনহার বিরুদ্ধে দুর্নীতি, বিদেশে অর্থ পাচার, নৈতিক স্খলনসহ ১১টি অভিযোগ রয়েছে। আপিল বিভাগের ৫ বিচারপতি এসব অভিযোগের বিষয়ে প্রধান বিচারপতির গ্রহণযোগ্য ব্যাখ্যা বা সদুত্তর পাননি।

অভিযোগের সুরাহা না হওয়া পর্যন্ত তাদের প্রধান বিচারপতির সঙ্গে একই বেঞ্চে বসে বিচার কাজ করা সম্ভব নয় বলে ওই বিবৃতিতে জানানো হয়েছিল।