নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে পুতিন অপমানিত বোধ করেছেন: ট্রাম্প

নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে পুতিন অপমানিত বোধ করেছেন: ট্রাম্প

শেয়ার করুন

_98711473_042934387-1বিশ্বসংবাদ ডেস্ক :

মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগে অপমানিত বোধ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভিয়েতনামে এপেক সম্মেলনের পুতিনের সঙ্গে সাক্ষাৎ শেষে এই কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে পুতিন বলেছেন, নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ হাস্যকর।

শনিবার ভিয়েতনামের দা নাংয়ে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা সংস্থ এপেক  শীর্ষ সম্মেলনে যোগদান শেষে হ্যানয়ের উদ্দেশে রওয়ানা হওয়ার আগে ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তারপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুতিন। কোনো আনুষ্ঠানিক বৈঠক না হলেও সম্মেলনের ফাঁকে দুই নেতা অন্তত তিনবার দেখা করেন। প্রত্যেকবারই তারা খোশ মেজাজে কথা বলেছেন বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘পুতিন বলেছেন, অসত্য অভিযোগের কারণে পুতিন খুব অপমানিত বোধ করেন।

পুতিন সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনের রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ উদ্ভট কল্পনা মাত্র।