সাধারণ মানুষ হয়রানি না করার নির্দেশ ডিসিদের

সাধারণ মানুষ হয়রানি না করার নির্দেশ ডিসিদের

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

সরকারি সেবা নিতে এসে সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে যত্নবান হতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কার্যালয়ে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দুর্নীতি প্রসঙ্গে কঠোর অবস্থানে থাকার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি দূর না হলে উন্নয়নের ছোঁয়া কোথাও লাগবে না। পরিবেশের ক্ষতি করে যেখানে-সেখানে কারখানা না গড়ে, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যেতে উদ্যোক্তাদের উৎসাহিত করার কথাও বলেন তিনি।

প্রধানমন্ত্রী জঙ্গীবাদ-সন্ত্রাসবাদ দমনে জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দেন। ভূমি ও গৃহহীনদের সঠিক তালিকা করে খাসজমিতে তাদের আবাসনের ব্যবস্থা করতে এবং সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়নের দিকে খেয়াল রাখতে, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।