বিপিএল ফুটবলের দশম আসরের লোগো উন্মোচন

বিপিএল ফুটবলের দশম আসরের লোগো উন্মোচন

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দশম আসরের লোগো আজ উন্মোচন করা হয়েছে। আগামী ২৮ জুলাই শুরু হবে এবারের আসর। বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে এই লোগো উন্মোচন করেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী। এসময় স্পন্সর প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে ফেডারেশন।

এবারের আসর আয়োজনে স্পন্সর প্রতিষ্ঠান বাফুফে দিচ্ছে দেড় কোটি টাকা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে হবে লিগের সবগুলো ম্যাচ। তবে চলমান বৃষ্টির কারণে চট্টগ্রাম থেকে ম্যাচ কমানো সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।

আসন্ন আসরে চ্যাম্পিয়ন দল পাবে ২০ লাখ ও রানার্স-আপ দল পাবে ১০ লাখ টাকা। এছাড়াও অংশগ্রহণ ফি বাবদ প্রত্যেক ক্লাব ১০ লাখ করে টাকা পাবে।