শারদীয় দুর্গাপূজার আজ মহানবমী

শারদীয় দুর্গাপূজার আজ মহানবমী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন আজ মহানবমী। শারদীয় দুর্গোৎসবের শেষ রজনী। পূজামণ্ডপগুলোতে ধর্মীয় আচার-অনুষ্ঠান ছাড়াও চলছে নানা আয়োজন।

পূজা শুরু হয় সকাল সাড়ে ৬টায়। আজ মন্ডপে মন্ডপে প্রধান আকর্ষণ থাকবে সন্ধ্যায় আরতি প্রতিযোগিতা। রাতকে উজ্জ্বল করে ভক্তরা মেতে উঠবেন নানা ঢঙে আরতি নিবেদনে। চন্দ্রের নবমী তিথিতে অনুষ্ঠিত হচ্ছে মহানবমী কল্পারম্ভ ও বিহিত পূজা।

শাস্ত্র অনুযায়ী, শাপলা, শালুক ও বলিদানের মাধ্যমে দেবীর মহানবমী পূজা হয়। বৃহস্পতিবার মহা অষ্টমী তিথিতে কুমারী পূজা দেখতে মন্দিরে মন্দিরে ভক্ত-দর্শনার্থীদের ঢল নামে। আগামীকাল ৩০ সেপ্টেম্বর বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পূজার সকল আনুষ্ঠাকিতা।