দিন শেষে অস্বস্তিতে বাংলাদেশ

দিন শেষে অস্বস্তিতে বাংলাদেশ

শেয়ার করুন

sa vs bdস্পোর্টস ডেস্ক:

অভিষিক্ত এডিন মার্করামকে আউট করেও স্বস্তিতে নেই বাংলাদেশ। অস্বস্তির বড় কারণের নাম হাশিম এখন আমলা ও এলগার। পচেফস্ট্রুমে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১ উইকেটে ২৯৮ রান।

এলগার-মার্করামের ১৯৮ রানের ওপেনিং জুটি শেষ হওয়ার পরও, কোনভাবেই স্বস্তিতে নেই বাংলাদেশ।অভিষিক্ত মার্করাম ৯৭ রানে আউট হলেও, তার জায়গায় ব্যাটিংয়ে আসা আমলা বাংলাদেশের জন্য বড় চিন্তার কারণ হয়েই আছেন। ৭৯ বলে ক্যারিয়ারের ৩৬তম হাফ-সেঞ্চুরি তুলে নেওয়া আমলা উইকেটে আছেন ৬৮ রানে।

এদিকে, ধর্য্যৈ ও চাপমুক্ত হয়ে খেলে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি করেন ডিন এলগার। এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটে চলতি বছরে সবচেয়ে বেশি রানের মালিক এই ওপেনার। ব্যাক্তিগত ১২৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করবেন এলগার।

প্রথম দিন ৭ বোলার কাজে লাগিয়ে কোন সাফল্য নেই বাংলাদেশের। প্রোটিয়ারা প্রথম উইকেট হারায় রান আউটে।যদিও দলীয় ৭১ আর ব্যাক্তিগত ২৮ রানে থাকা মার্করাম ব্যাকোয়ার্ড পয়েন্টে জীবন পেয়েছিলেন মুস্তাফিজ কাছে।