রিজার্ভ চুরি : গ্রেপ্তারের একদিন পর জামিনে মুক্তি পেলেন মায়া

রিজার্ভ চুরি : গ্রেপ্তারের একদিন পর জামিনে মুক্তি পেলেন মায়া

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারের একদিন পর জামিনে মুক্তি পেয়েছেন ফিলিপাইনের আরসিবিসির সাবেক শাখা ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতো।

 Maia Santos Deguito মায়া সান্তোস দেগুইতো রিজার্ভ চুরি

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা এক মামলায় বুধবার তাকে গ্রেপ্তার করা হয়। দেশটির সংবাদ মাধ্যম ইনকোয়েরার জানায়, স্থানীয় সময় বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে তিনি মুক্তি পান দেগুইতো।

মায়া সান্তোস দেগুইতোকে জামিনে মুক্তির রায় দেন ‘পাসে মেট্রোপলিটন ট্রায়াল কোর্টের বিচারক রেমিবিয়েল মন্ডিয়া। মুক্তির আগ পর্যন্ত তিনি মাকাতি’র পুলিশ সদর দফতরের হাজতখানায় আটকে রাখা হয়। বুধবার বিকেল পৌনে ৫টার দিকে ফিলিপাইনের মাকাতি সিটির একটি শপিং মল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার পাচারের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে রিজাল ব্যাংকের মাকাতি শহরের জুপিটার স্ট্রিট শাখার ব্যবস্থাপক পদ থেকে তাকে বরখাস্ত করে ব্যাংক কর্তৃপক্ষ।