চবির আরবী বিভাগের ১৪ শিক্ষার্থী দীর্ঘদিন অনুপস্থিত

চবির আরবী বিভাগের ১৪ শিক্ষার্থী দীর্ঘদিন অনুপস্থিত

শেয়ার করুন

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবী বিভাগের ১৪ জন শিক্ষার্থী কয়েক মাস ধরে অনুপস্থিত বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর কামরুল হুদা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)তবে যাচাই বাছাই শেষে এই অনুপস্থিতির সংখ্যা আরও বাড়তে কিংবা কমতে পারে বলেও জানান তিনি।

ঢাকার গুলশানে হামলায় জড়িত সন্দেহভাজন জঙ্গি হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের নুরুল ইসলাম মারজানের নাম আসে। এরপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় আর কোনো শিক্ষার্থী দীর্ঘদিন ধরে অনুপস্থিত আছে কিনা তা খতিয়ে দেখতে।

এরইমধ্যে এ নিয়ে সব  বিভাগের প্রধানদের নিয়ে জরুরি বৈঠক করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। অনুপস্থিত শিক্ষার্থীর তালিকায় ৪৯ জনের নাম আসলেও যাচাই বাচাই শেষে আরবী বিভাগের সেই সঙখ্যা দাড়ায় ১৪ জনে।