মিয়ানমারে তিন দিনের সফরে পোপ ফ্রান্সিস

মিয়ানমারে তিন দিনের সফরে পোপ ফ্রান্সিস

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট:

তিনদিনের সফরে মিয়ানমার পৌঁছেছেন খ্রীষ্টান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। এই সফরে তিনি দেখা করবেন দেশটির নেত্রী অং সান সুচি এবং সেনা বাহিনী প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং এর সঙ্গে।

ভ্যাটিকানের কর্মকর্তারা জানান, মিয়ানমার সফরে পোপ মৈত্রী পুন:প্রতিষ্ঠা এবং রোহিঙ্গা সংকট সমাধানের ওপর জোর দেবেন। মিয়ানমার সেনা বাহিনীর নির্যাতন থেকে বাঁচতে গত তিন মাসে ছয় লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

এ সহিংসতাকে জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্র জাতিগত শুদ্ধি অভিযান বা ‘এথনিক ক্লেনজিং’ বলে অভিহিত করেছে। ভ্যাটিকান থেকে জানানো আরো হয়, পোপের এই সফর মিয়ানমার থেকে ‘জাতিগত নিধনের’ শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিয়ে আলোচনা এবং আন্তর্জাতিক উদ্যোগ সমূহকে বেগবান করবে।