বেনাপোল বন্দরে যাত্রী আসা-যাওয়ার চাপ বাড়ছে

বেনাপোল বন্দরে যাত্রী আসা-যাওয়ার চাপ বাড়ছে

শেয়ার করুন

Benapole Port

।। বেনাপোল প্রতিনিধি ।।

করোনার কারণে দীর্ঘদিন পর শর্ত শিথিল করায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়া-আসা যাত্রীদের ভিড় বাড়ছে। সংশিষ্টরা জানান, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ও ভারত থেকে আসা যাত্রীদের হাইকমিশনের অনুমোদনের শর্ত উঠে যাওয়ায় দু’দেশে যাতায়াত বৃদ্ধি পেয়েছে।
তবে এখনো বহাল রয়েছে দু’দেশ থেকে করোনা নেগেটিভ সনদ গ্রহণের শর্ত।
এ বন্দর দিয়ে বর্তমানে মেডিকেল, বিজনেস, চাকরিজীবি, স্টুডেন্ট ভিসার পাশাপাশি টিএফ ভিসার যাত্রীরা চলাচল করছে।

গত ৮ দিনে ভারত ও বাংলাদেশে প্রায় ১১ হাজার যাত্রী চলাচল করেছেন বলে ইমিগ্রেশন কর্মকর্তারা জানান।

এর আগে বিশ্বব্যাপি করোনাভাইরাস ছড়িয়ে পড়লে দেশের বস চেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে পাসপোর্টধারী যাত্রী চলাচল বন্ধ হয়ে যায়। এরপর শুধু চিকিৎসার জন্য যাত্রীরা বিশেষ অনুমোদন নিয়ে যেতে পারবে বলে উভয় দেশের সরকার অনুমোদন দেয়।

কিছুদিন পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের অনুমোদন নিয়ে মেডিকেল ভিসা এবং বাণিজ্যিক ভিসার অনুমোদন দেয়া হয়। এরপর যাত্রীরা এত শর্ত নিয়ে চলাচলে বিড়ম্বনায় পড়েন। সেই থেকে যাত্রী হ্রাস পায় বর্হিগমন ও আন্তঃগমনে। শর্ত শিথিলের কারণে এ পথে প্রতিদিন সব মিলিয়ে সহস্রাধিক যাত্রী চলাচল করছে।