সৌদি আরবে বিমানবন্দরে ড্রোন হামলা, তিন বাংলাদেশিসহ  ১০ জন আহত

সৌদি আরবে বিমানবন্দরে ড্রোন হামলা, তিন বাংলাদেশিসহ  ১০ জন আহত

শেয়ার করুন

Saudi drone attack

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজানের কিং আব্দুল্লাহ বিমানবন্দরে ড্রোন হামলায় তিন বাংলাদেশিসহ ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিন বাংলাদেশি ছাড়াও ৬ জন সৌদি ও ১ জন সুদানের নাগরিক।

বার্তা সংস্থা রয়টার্সে বলা হয়েছে, শনিবার (৯ অক্টোবর) ভোরে এ হামলা চালানো হয়।

আহতদের মধ্যে পাঁচজনের তথ্য পাওয়া গেছে। তারা সামান্য আহত হয়েছেন। অন্য পাঁচজনের অবস্থা তাৎক্ষণিক জানা যায়নি।

শনিবার (৯ অক্টোবর) সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, আহত বাংলাদেশিরা বিমানবন্দরের কর্মী। ড্রোন হামলার ফলে বিমানবন্দরটির ফ্লাইট চলাচল কার্যক্রম ব্যাহত হয়নি। সকালে একই স্থানে হামলার চেষ্টাকালে বিস্ফোরকভর্তি একটি ড্রোন আটক করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীরা সদস্যরা।

কোনো পক্ষ বা গোষ্ঠী এখনও বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেনি। তবে, সম্প্রতি জাজানসহ ইয়েমেন সীমান্তঘেঁষা সৌদি আরবের শহরগুলোতে হামলা চালাচ্ছে হুথি বিদ্রোহীরা। এ হামলার পেছনেও তাদের হাত রয়েছে বলে দাবি সৌদির আইনশৃঙ্খলা বাহিনীর।