বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে আগুন, এক রোগীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে আগুন, এক রোগীর মৃত্যু

শেয়ার করুন

Barishal fire

বরিশাল প্রতিনিধি।।

বরিশাল শেরবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কে এক রোগীর মৃত্যু হয়েছে। 

হাসপাতাল কর্মচারিরা জানান, গতরাতে ইউসিসি ওয়ার্ডে আগুন লাগার খবর পেয়ে আতঙ্কে রোগীরা ছোটাছুটি করতে থাকে। এর মধ্যে হাসপাতালের কর্মীরা অগ্নি নির্বাপক গ্যাস দিয়ে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে পারলেও ৬৫ বছরের বৃদ্ধা রমনী দাস মারা যান।

 হাসপাতালের পরিচালক এস এম সাইফুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার রাত সাড়ে ৯টায় আগুনের সূত্রপাত। তখন রোগীদের সরিয়ে নেওয়া হয়। তখনই ওই রোগীর মৃত্যু ঘটে। তবে অগ্নিকাণ্ডের সঙ্গে রোগীর মৃত্যুর সম্পর্ক নেই বলে দাবি করছেন হাসপাতাল কর্মকর্তারা।

 তারা বলছেন, হৃদরোগে আক্রান্ত ওই রোগী মুমূর্ষু অবস্থায় ছিলেন। মারা যাওয়া রমনী মোহন দাসের বয়স ৬৫ বছর। তার বাড়ি গৌরনদী উপজেলার সরিকল গ্রামে। তিনি সিসিইউতে ছিলেন।

আগুনে পুড়ে হাসপাতালের বেশ কিছু যন্ত্রপাতির ক্ষতি হয়েছে।