হাইতিতে পেট্রোল ট্যাংকার বিস্ফোরণে নিহত ৬০

হাইতিতে পেট্রোল ট্যাংকার বিস্ফোরণে নিহত ৬০

শেয়ার করুন

Hiti Blast

আন্তর্জাতিক ডেস্ক।।

হাইতির উত্তরাঞ্চলের ক্যাপহাইতিয়ান শহরে পেট্রোল বহনকারী একটি ট্যাঙ্কার বিস্ফোরণে ৬০ জনেরও বেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন চিকিৎসকরা। 

বিবিসির খবরে বলা হয়, মঙ্গলবার সকালে রাস্তায় একটি ট্যাক্সির সাথে সংঘর্ষ এড়াতে গিয়ে ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় আশপাশের অসংখ্য মানুষ পেট্রোল সংগ্রহ করতে যাওয়ার পর ট্যাঙ্কারটি বিকট শব্দে বিস্ফোরণ হয়ে মুহূর্তেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে।

ডেপুটি মেয়র প্যাট্রিক আলমোনোরের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাংকারটি উল্টে যায়। এরপর ট্যাংকারের জ্বালানি সংগ্রহ করতে সড়কে চলে আসেন পথচারী স্থানীয় বাসিন্দারা। এসময় ট্যাংকার বিস্ফোরণে আগুন চারদিকে ছড়িয়ে যায়। এতে অনেকে হতাহত হন। 

পরিস্থিতিকেগুরুতরউল্লেখ করে রক্তদানের জন্য মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন শহরটির ডেপুটি মেয়র প্যাট্রিক আলমনর। 

 

 প্যাট্রিক আলমোনোর বলেন, বিস্ফোরণে ওই এলাকার প্রায় ২০টি বাড়ি পুড়ে গেছে। তবে এসব বাড়ির কত মানুষ হতাহত হয়েছেন সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানতে পারেননি।

দুর্ঘটনার পর স্থানীয় হাসপাতালগুলোতে আহত ভিড় দেখা গেছে। ভয়াবহ বিস্ফোরণে হতাহতের ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি।  তিনি বলেন, দুর্ঘটনার পর পুরো ক্যারিবিয়ান জাতি শোকাহত।